ফেনীর শান্তি কোম্পানি রোডস্থ রিয়াজ উদ্দিন পাটোয়ারী জামে মসজিদ প্রাঙ্গণে গত সোমবার (৩০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় লতিফুর রহমান ও ফারাজ আইয়াজ হোসেনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন ডা: মো: তাওহীদুল ইসলাম , ডা: মোজাফফর আহমেদ সিদ্দিকী, ডা: সানজিদা আলম শিমম, ডা: মিজানুর রহমান ও ডা: নুরুল খাব্বাব। বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শের পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে জরুরি ঔষধ বিতরন করা হয় ।
উল্লেখ যে, উক্ত ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও প্রতি শুক্রবার বিকেল ৫টা - রাত ৯টা পর্যন্ত ডায়াবেটিস, মেডিসিন, বাত ব্যাথা, চর্মরোগ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন এবং প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইনী ও মহিলাদের বিভিন্ন সমস্যার চিকিৎসা সেবা দিয়ে থাকেন।