× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশন

ফেনীতে বিনা খরচে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

০২ জুলাই ২০২৫, ১৫:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীর শান্তি কোম্পানি রোডস্থ রিয়াজ উদ্দিন পাটোয়ারী জামে মসজিদ প্রাঙ্গণে গত সোমবার (৩০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় লতিফুর রহমান ও ফারাজ আইয়াজ হোসেনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ  প্রদান করেন ডা: মো: তাওহীদুল ইসলাম , ডা: মোজাফফর আহমেদ  সিদ্দিকী,  ডা: সানজিদা আলম শিমম,  ডা: মিজানুর রহমান  ও ডা: নুরুল খাব্বাব।  বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শের পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে জরুরি ঔষধ বিতরন করা হয় ।

উল্লেখ যে, উক্ত ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও প্রতি শুক্রবার বিকেল ৫টা - রাত ৯টা পর্যন্ত ডায়াবেটিস, মেডিসিন,  বাত ব্যাথা,  চর্মরোগ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন এবং  প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইনী ও মহিলাদের বিভিন্ন সমস্যার চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.