পাবনার ঈশ্বরদীতে চব্বিশের জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরদী পৌর শাখা এক আবেগঘন কর্মসূচির আয়োজন করেছে। সেখানে শত শত ছাত্র জনতা ও সাধারন মানুষের উপস্থিতি নিয়ে জাতীয় সংগীত ও মোমবাতি প্রজ্বলন করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার(১ জুলাই) রাতে পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাসটার্মিনালের শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করেছে ঈশ্বরদী পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে প্রজ্বালিত হয় মোমবাতি, আর শহীদ মিনার প্রাঙ্গণ আলোকিত হয় শ্রদ্ধা, স্মৃতি ও অঙ্গীকারে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী –আটঘরিয়া আসনে (পাবনা-৪) সংসদ মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু এবং পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল।
বক্তব্যে তারা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রাজপথ থেকে যারা নেতৃত্ব দিয়ে এসেছে এবং যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। কোনভাবেই শহীদদের এ আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুর রশিদ নান্টু,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল (ফুল জুয়েল), মানাব সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম পারভেজ কল্লোল সহ বিএনপি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।