ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে মাদক সেবনের পর অশালীন আচরণে এলাকায় শান্তি বিনষ্ট করার অপরাধে এরশাদ মিয়া(৩৫) নামে এক যুবককে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত এরশাদ মিয়া পৌরশহরের মসজিদপাড়া গ্রামের মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে। সে মঙ্গলবার সকালে প্রকাশ্যে মাদক সেবন করেন। এ সময় তার অশালীন আচরণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ঘটনাটি প্রশাসনকে জানায়। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের একটি টহলদল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত এরশাদকে এলাকায় শান্তি বিনষ্ট করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় মাদকসেবী এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময়, অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।