× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন জবির তিন শিক্ষার্থী

জবি প্রতিনিধি।

০২ জুলাই ২০২৫, ১৭:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিনজন শিক্ষার্থী ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। অনুদানপ্রাপ্ত ২০টি স্বল্পদৈর্ঘ্য ও ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বিভাগের শিক্ষার্থীদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— “একটি সিনেমার জন্য” ও “Who has made us fly?”।

“একটি সিনেমার জন্য” চলচ্চিত্রটির প্রযোজক ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার। একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ রয়েছেন পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে। অন্যদিকে, “Who has made us fly?” চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার ফিল্ম বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান। প্রতিটি চলচ্চিত্র ২০ লক্ষ টাকা করে সরকারি অনুদান পাবে।

এ প্রসঙ্গে প্রযোজক সাদমান শাহরিয়ার বলেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম আমরা সরকারি অনুদান পেলাম। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা খুবই কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যেতে পারবো।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র নির্মাণে আরও বিশেষ বরাদ্দ দেওয়া উচিত, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.