পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘মৌসুমী ফল উৎসব ২০২৫’। বুধবার (২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা প্রজাতির দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শনী ও উৎসব আয়োজন করা হয়। ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, জাম, লটকন, তরমুজসহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর ফল। রঙিন বেলুন, ফলের ঝুড়ি আর নানান সাজসজ্জায় অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আনন্দময় পরিবেশে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়ায়। তারা বলেন, এটি কেবল একটি উৎসব নয়, আমাদের জন্য একটি আনন্দময় শেখার অভিজ্ঞতা। এমন উৎসব শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের উৎসবের আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, মৌসুমী ফল উৎসবের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ও মৌসুমী ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ফল খাওয়ার প্রতি আগ্রহ বাড়ানো। এতে শিক্ষার্থীরা যেমন পুষ্টির গুরুত্ব বোঝে, তেমনি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথেও আরও গভীরভাবে যুক্ত হয়।
অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম শিক্ষার্থীদের ফলের পুষ্টিগুণ ও নিয়মিত ফল খাওয়ার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিজ্ঞান অনুষদের ডিন এবং প্রেসক্লাব সভাপতি-সহ অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের ফলপ্রেমী হতে উৎসাহিত করেন।