× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে কেউ চাঁদাবাজি, লুণ্ঠন,জুলুমতন্ত্র, ফ্যাসিবাদী পন্থায় কথা বলবেন এ বাংলা সেটা আর হবে না

লক্ষ্মীপুরে ড. মুহাম্মদ রেজাউল করিম

মাহমুদুর রহমান মনজু ,লক্ষীপুর প্রতিনিধি।

০৩ জুলাই ২০২৫, ১৫:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই বীর হিসেবে। আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই আগামী দিনের দুর্নীতি-দুঃশাসনমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে।

বাংলাদেশ জালিমের কবল থেকে মুক্তি পেয়েছে। ফ্যাসিবাদ পালিয়েছে। আমাদের আফনান, ওসমান এবং কাউছারদেরকে হত্যা করে খুনিরা পালিয়েছে।কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি। চাঁদাবাজির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। লুণ্ঠনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। অপসংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়নি।  

বুধবার (২ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন, শহীদের মায়েরা আমাদের কাছে কিছু চান না। শহীদের আপনজনরা চান শুধু তাদের সন্তানদের যে স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, সেই ইনসাফের বাস্তবায়ন তারা দেখতে চান। শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে আবার কেউ চাঁদাবাজি, লুণ্ঠন, জুলুমতন্ত্র, ফ্যাসিবাদী পন্থায় কথা বলবেন, সেই বাংলাদেশ আমরা আর দেখতে চায় না। আসুন ঐক্যবদ্ধভাবে ছাত্র-জনতের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদমুক্ত এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসি। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম ও সেক্রেটারি হারুনুর রশীদ প্রমুখ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.