চাঁদপুরের ফরিদগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া এককালের প্রমত্তা ডাকাতিয়া নদী বাঁচাতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেন।
সিআইপি কৃষক সংগ্রাম কমিটি চাঁদপুর ও লক্ষ্মীপুরের সহযোগিতায় ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতিয়া নদী, বোরোপিট খাল থেকে কচুরিপানা পরিষ্কার করণের কাজ শুরু করেন। এবার সেই উদ্যোগে এগিয়ে আসলো ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। তারা স্বেচ্ছাশ্রমে ডাকাতিয়া নদী ও বোরোপিট খাল কচুরিপানা পরিষ্কার করলো।
বুধবার (২ জুলাই ২০২৫) সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারস্থ নদী ও বোরোপিট খালে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা পরিষ্কার করণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এসময়ে উপস্থিত ছিলেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, সিআইপি কৃষক সংগ্রাম কমিটি চাঁদপুর ও লক্ষ¥ীপুর কমিটির সদস্য রহিমা কলি।
গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাস জানান, কলেজের শিক্ষার্থীরা আমার কাছে এই বিষয়টি জানালে, তাদের আগ্রহকে সাধুবাদ জানাই। তারা আজ থেকে কাজ শুরু করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কচুরিপানা পরিস্কারে নেমেছে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী! স্বেচ্ছাশ্রমে তাদের আনন্দ, উচ্ছ্বাস এবং আগ্রহ আমাকে অভিভূত করেছে।