× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাশন থেকে শীঘ্রই চালু হচ্ছে ফেরি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

০৩ জুলাই ২০২৫, ১৮:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট হইতে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট পর্যন্ত ফেরি চলাচলের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনের প্রেক্ষিতে সম্ভবতা যাচাইয়ে একাধিক তদন্ত শেষে সর্বশেষ বুধবার সকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ এর প্রতিনিধি দল ঘোষের হাট লঞ্চ ঘাট ও হাজির হাট লঞ্চ ঘাট পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটিসি'র বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন,সহ ব্যাবস্থাপক মেরিন ইঞ্জিনিয়ার  আলীমুজ্জামান,বিআইডব্লিউটিএ এর বরিশাল বিভাগীয় সহকারি পরিচালক (বন্দর) রিয়াদ হোসেন ও সহকারী প্রকৌশল আবু সালেহ সাগর।


তারা বলেন,এখানে ফেরি চলাচলে কোনো জটিলতা নেই। খুব শীঘ্রই এখানকার মানুষের দাবি পূরণ হবে বলে জানান সংশ্লিষ্টরা।


দীর্ঘদিনের প্রানের দাবি ঘোষের হাট ও হাজিরহাট রুটে ফেরিটি চালু হলে যেমন একদিকে যাতায়াত সুবিধা হবে তেমনি  উভয় অঞ্চলের জীবনমান উন্নয়ন হবে। পাশাপাশি ইলিশ সহ রবিশস্য রপ্তানীতে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন  এখানকার ব্যবসায়ীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.