ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট হইতে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট পর্যন্ত ফেরি চলাচলের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনের প্রেক্ষিতে সম্ভবতা যাচাইয়ে একাধিক তদন্ত শেষে সর্বশেষ বুধবার সকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ এর প্রতিনিধি দল ঘোষের হাট লঞ্চ ঘাট ও হাজির হাট লঞ্চ ঘাট পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটিসি'র বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন,সহ ব্যাবস্থাপক মেরিন ইঞ্জিনিয়ার আলীমুজ্জামান,বিআইডব্লিউটিএ এর বরিশাল বিভাগীয় সহকারি পরিচালক (বন্দর) রিয়াদ হোসেন ও সহকারী প্রকৌশল আবু সালেহ সাগর।
তারা বলেন,এখানে ফেরি চলাচলে কোনো জটিলতা নেই। খুব শীঘ্রই এখানকার মানুষের দাবি পূরণ হবে বলে জানান সংশ্লিষ্টরা।
দীর্ঘদিনের প্রানের দাবি ঘোষের হাট ও হাজিরহাট রুটে ফেরিটি চালু হলে যেমন একদিকে যাতায়াত সুবিধা হবে তেমনি উভয় অঞ্চলের জীবনমান উন্নয়ন হবে। পাশাপাশি ইলিশ সহ রবিশস্য রপ্তানীতে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন এখানকার ব্যবসায়ীরা।