× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি গ্র্যান্ড রিইউনিয়নের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি।

০৩ জুলাই ২০২৫, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫-এর রেজিস্ট্রেশন কার্যক্রম গত বুধবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে।

বহুল প্রতীক্ষিত এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। রেজিস্ট্রেশন কার্যক্রমের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ফেনী গিরিশ অক্ষয় একাডেমি এডহক কমিটির সভাপতি মো: নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম চৌধুরী, ফেনী গিরিশ অক্ষয় একাডেমি রিইউনিয়ন ২০২৫ এর আয়োজক কমিটির একাংশ সহ সাবেক শিক্ষার্থীবৃন্দ।

১৯১৪ইং সালে “ফেনী ইনস্টিটিউশন” নামে যাত্রা শুরু করে যে বিদ্যাপীঠ, সময়ের পথ পরিক্রমায় তা ১৯৩৩ইং সালে রূপ নেয় গিরিশ-অক্ষয় একাডেমিতে—প্রতিষ্ঠাতা গিরিশচন্দ্র মালাকার ও অক্ষয় কুমার মজুমদারের স্মৃতিকে ধারণ করে। শতবর্ষের বেশি সময় ধরে আলো ছড়ানো এ বিদ্যালয় শুধু শিক্ষার নয়, মমতার এক জীবন্ত প্রতীক।

পুনরায় এসএসএসি ১৯৩৩-২০২৪ ব্যাচ ফিরতে যাচ্ছে সেই প্রিয় আঙিনায়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রেশন কার্যক্রম ২ জুলাই থেকে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে। ফেনী গিরিশ অক্ষয় একাডেমির পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর, শনিবার। এতে রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে মাত্র ১০০০ টাকা।

প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইন কিংবা অফলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারবেন।

অংশগ্রহণকারীরা ঘরে বসেই রেজিস্ট্রেশন করতে পারবেন এই লিংকে – https://fenigaacademy.com অফলাইন রেজিস্ট্রেশন স্কুল ক্যাম্পাসের প্রধান ফটকে স্থাপিত বুথে সরাসরি গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা অবধি বুথের কার্যক্রম চলমান থাকবে।

আয়োজক কমিটি আরও জানিয়েছে, রেজিস্ট্রেশন ছাড়া কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। ফি প্রদান ব্যতীত রেজিস্ট্রেশন সম্পূর্ণ বলে গণ্য হবে না।

রেজিস্ট্রেশন ফর্মে থাকবে অংশগ্রহণকারীর তথ্য, টি-শার্ট সাইজসহ প্রয়োজনীয় বিবরণ।

রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরগুলোতে – ০১৩৩৬-৬২৭৯৫৬/ ০১৩৪৩- ৮০৬৫০৯।
 
 ফেনী গিরিশ- অক্ষয় একাডেমির ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের যুক্ত হওয়ার জন্য আহবান জানিয়েছে রিইউনিয়ন আয়োজক কমিটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.