রাজশাহী মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগী, পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এই মানববন্ধন হয়। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী মহানগরে একটি মেরুদন্ডহীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যার সদস্যদের মধ্যে অনেকে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলেছে। বর্তমান আহ্বায়ক কমিটির যারা নেতৃত্বে আছেন আওয়ামী লীগের আমলে তাদের নামে রাজনৈতিক কোন মামলা নাই; এমনকি কেউ কারাবরণও করেনি। এই কমিটির নেতৃত্বে যারা আছেন তাদেরকে অযোগ্য বলে আখ্যা দেন মানববন্ধনে অংশগ্রহণ করা নেতারা। এই কমিটিকে ‘নব্য আওয়ামী আহ্বায়ক কমিটি’ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এটি বিএনপির ত্যাগী ও আদর্শিক রাজনীতির পরিপন্থী।
বক্তারা দাবি করেন, যেহেতু আহ্বায়ক কমিটির মেয়াদ এক বছর, তাই নিয়মানুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে। তাই গঠণতন্ত্র ও নিয়মানুযায়ী এদের আর কোনো সাংগঠনিক অধিকার নেই। এখন সময় এসেছে নতুন একটি শক্তিশালী, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের। বক্তারা আরও বলেন, যারা আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপিকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে। রাজনীতির নামে অপরাধে জড়িত আওয়ামী নেতাকর্মীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে শাস্তির দাবিও জানান বক্তারা।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানার সাবেক সভাপতি মোঃ শওকত আলী, মতিহার থানার সাবেক সভাপতি আনসার আলী আনসার, শাহ মখদুম থানার সাবেক সভাপতি মোঃ মাসুদ, বোয়ালিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজপাড়া থানার সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, মতিহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শাহ মখদুম থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জাতীয়তাবাদী মহিলা দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মী।