× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী লিও ক্লাবের কেবিনেট ঘোষণা,প্রেসিডেন্ট- সবুজ, সেক্রেটারি- খায়রুজ

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি।

০৩ জুলাই ২০২৫, ১৮:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব ফেনীর যুব সংগঠন ফেনী লিও ক্লাবের (২০২৫-২৬) বর্ষের কেবিনেট ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার শহরতলীর কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন হক প্যালেসে অবস্থিত লায়ন্স ক্লাব অব ফেনীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন জাফর উল্লাহ এই কেবিনেট ঘোষণা করেন।

সভায় লিও মোহাম্মদ সবুজ কে প্রেসিডেন্ট,লিও পংকজ শর্মা,লিও মিথিলা রুম্মান,লিও ওমর ফারুক রিহানকে ভাইস প্রেসিডেন্ট , লিও খায়রুজ জামানকে সেক্রেটারি,লিও সাজ্জাদ হোসেন নোবেলকে ট্রেজারার,লিও সানজিদা অনামিকা,জান্নাতুল মাওয়া আইনুনকে জয়েন্ট সেক্রেটারি হিসাবে নির্বাচিত করা হয় এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরিপূর্ণ কেবিনেট ঘোষণা করার জন্য অনুরোধ জানান।

সভা শেষে, নবনির্বাচিত লিও প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজ আগামী ১ বছরের কর্মপরিকল্পনা পেশ করেন এবং উপস্থিত লিও ও লায়ন্স নেতৃবৃন্দের সর্বাঙ্গীণ সহযোগিতা কামনা করেন। ফেনী তথা বৃহত্তর লিওইজম ও সামাজিক প্রেক্ষাপটে লিও আন্দোলনকে বেগবান করার প্রত্যয়ে লিও ক্লাবের নতুন এই কেবিনেট বদ্ধপরিকর এই মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.