× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ২৩৭ বোতল মাদকদ্রব্য জব্দ

সাইফুল ইসলাম বাবু ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ।

০৫ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

ছবি: সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাসফিল্ড  সেনাক্যাম্পের একটি আভিযানিক টহলদলের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার  (৪ঠা জুলাই) দুপুর ৩:২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে   উপজেলার চান্দঘাট, ফতেপুর এলাকায়  অভিযান চালিয়ে মাদকগুলো আটক করে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক টহলদল ।

এ সময় ২৭ বীর সেনাবাহিনীর অভিযানে আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল  ৭১ বোতল ব্লু হুইস্কি, ২২ বোতল ব্লেন্ডারস প্রাইড, ৪৮ বোতল রয়্যাল স্ট্যাগ ও ৯৬ বোতল কিংফিশার বিয়ার (ক্যান)।

 জব্দকৃত মোট মাদক দ্রব্যের পরিমাণ ২৩৭ বোতল। যার মধ্যে ১৪১টি বোতল অ্যালকোহল এবং ৯৬টি বিয়ারের ক্যান রয়েছে।

অভিযান শেষে জব্দকৃত  মাদকদ্রব্য সমুহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর   সিলেট এর নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায়  মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ২৭ বীর কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.