× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী নওগাঁয়, বসলেন বিয়ের পিঁড়িতে

নওগাঁ প্রতিনিধি।

০৫ জুলাই ২০২৫, ১৬:৪১ পিএম

ছবি: সংগৃহীত।

ভাষা, সংস্কৃতি, ভূগোল কিংবা নাগরিকত্ব সব কিছুর ঊর্ধ্বে উঠে এক হয়েছে দুটি হৃদয়। প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন নাজিয়া বিনতে শাহরুল হিজাম নামে এক মালয়েশিয়ান তরুণী।

নওগাঁর বদলগাছী উপজেলার যুবক জামিল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরেই গত শুক্রবার (৪ জুলাই) জাকজমক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিলাশবাড়ি ইউনিয়নের বিলাশবাড়ি গ্রামের ছেলে জামিল হোসেন (২৪) প্রায় সাত বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। ২০১৮ সালের শুরুতে পাড়ি জমান বিদেশে। দেশটির জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন তিনি। একই এলাকার একটি শপিংমলে নিয়মিত যাওয়া-আসার সময় পরিচয় হয় নাজিয়ার সঙ্গে। পরিচয় ধীরে ধীরে পরিণত হয় প্রেমে।

জামিলের ভাষ্য অনুযায়ী, "প্রথমে শুধু বন্ধুত্ব ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। নাজিয়া তার পরিবারকে আমার কথা জানায়। প্রথমে কিছুটা আপত্তি থাকলেও পরে তার পরিবার সম্মতি দেয়। মালয়েশিয়াতেই পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের।"

এরপর বাংলাদেশে এসে ধর্মীয় রীতি অনুযায়ী আবারও বিয়ে করেন তারা। ৩০ জুন দেশে আসার পর ৩ জুলাই গায়ে হলুদের আয়োজন করা হয়। ৪ জুলাই দুপুরে আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয় জামিলের বাড়িতে।

নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, “আমি জামিলকে মন থেকে ভালোবাসি। বাংলাদেশে এসে মনে হচ্ছে, আমি নিজের আরেকটি ঘর পেয়েছি। তার পরিবার আমাকে যেভাবে গ্রহণ করেছে, তা আমি কখনও ভাবিনি। এখানকার মানুষ, পরিবেশ এবং খাবার—সব কিছুই আমার কাছে অসাধারণ লাগছে।”

জামিলের মা হালিমা খাতুন বলেন, “আমরা ছেলের পছন্দকে শ্রদ্ধা জানিয়ে তাকে বিয়ে দিয়েছি। ছেলের বউ ঘরে আসার পর থেকেই সবাই তাকে খুব পছন্দ করেছে। সে সহজেই সবার সঙ্গে মিশে যাচ্ছে, বাড়ির কাজেও সহযোগিতা করছে।”

এলাকাবাসীরা জানান, টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়ায় বিদেশি মেয়েদের ভালোবাসার টানে বাংলাদেশে চলে আসার ঘটনা শোনা গেলেও এবার তা সরাসরি চোখের সামনে দেখছেন তারা। ফলে কৌতূহল আর আনন্দে ভিড় করছেন নববধূকে একনজর দেখার জন্য।

ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা দু’জন মানুষের ভালোবাসা ও সম্পর্ক টিকে থাকাটা সহজ নয়। কিন্তু ভালোবাসা সত্য হলে কোনো সীমানাই বাধা হতে পারে না—এ দম্পতি যেন তারই বাস্তব উদাহরণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.