× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় রথে চাঁদাবাজি, সংবাদ সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত

আরিফ খন্দকার,কুষ্টিয়া প্রতিনিধি।

০৫ জুলাই ২০২৫, ১৯:৫১ পিএম । আপডেটঃ ০৫ জুলাই ২০২৫, ১৯:৫২ পিএম

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়ার এনএস রোডের দুই পাশে ফিরতি রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলায় কুষ্টিয়া পৌরসভার ভুয়া খাজনা রশিদে চাঁদাবাজি করছে এক শ্রেণীর দুর্বৃত্তরা। 

এমনই খবর পেয়ে ৫ই জুলাই দুপুর ১টা কুষ্টিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এনএস রোডের তোফাজ্জল হেলথ কেয়ারের সামনে গেলে ৭-৮জনের একটি চাঁদাবাজ দল রথযাত্রা উপলক্ষে  গ্রামীণ মেলায় আগত প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৫০, ১০০ কোন কোন ক্ষেত্রে ২০০ টাকা পর্যন্ত পৌরসভার খাজনা আদায়ের ভুয়া স্লিপ দিয়ে টাকা আদায় করছে এই চাঁদাবাজ গ্রুপ।

সরেজমিনে গেলে তখনো অস্থায়ী দোকানগুলো থেকে পৌরসভার ভুয়া রসিদ দিয়ে টাকা আদায় করছিল এসব চাঁদাবাজরা। সেসময় ক্যামেরায় অবৈধভাবে টাকা আদায়ের দৃশ্য ধারণ করা হয়। 

পরে পৌরসভার রশিদ দিয়ে চাঁদা আদায়কারীদের কাছে পৌরসভার অনুমতি না থাকার পরও  কিভাবে চাঁদা আদায় করছে জানতে চাইলে, এটিএন বাংলা ও জাতীয় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি খ. তুহিন আহমেদসহ ঘটনাস্থলে থাকা  স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে চাঁদাবাজরা। 

এ সময় সঙ্গে থাকা ক্যামেরা  ভাঙচুরের পাশাপাশি ক্যামেরা পার্সেন্ট সালাউদ্দিন আহমেদের মানিব্যাগ ছিনিয়ে নেয় এই দুর্বৃত্তরা। এ ঘটনায় কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর কৌশিক আহমেদের ডান হাত খ্যাত রোমান (৪৫), পিতা: মজনু, শামিম(৪০), পিতা: মৃত লাল উভয়ের বাড়ি আড়োয়াপাড়া,রাজার পুকুরের  পাশে। বাকি  চাঁদা আদায়কারী আসিফ, তারেক, শাহিন, খোকনের নাম পাওয়া গেলেও অন্যদের নাম জানা যায়নি। 

রথে আসা অস্থায়ী দোকানদার  মো : সামাদ জানান, দীর্ঘদিন রথের সময় আমি এখানে গৃহস্থালীতে ব্যবহার্য দা,বটি,কাঁচি বিক্রি করে আসছি। এবারে দেখছি রথে আসা অস্থির ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া হচ্ছে চাঁদা। এর আগে কখনো এমনটি দেখিনি। 

রথের মেলায় ব্যবসা করতে আসা বারাদি এলাকার শাজাহান মালিথার ছেলে অস্থায়ী কাপড়ের দোকানদার মাহাবুল জানান, আগে কখনো এ ধরনের চাঁদাবাজি ছিল না। এবারে প্রথম খাজনা তোলার নামে চাঁদাবাজি চলছে। খাজনার টাকা প্রসঙ্গে জানতে চাইলে মারতে উদ্যত হচ্ছে এরা।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো:মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ ধরনের অভিযোগ আমরা আগেও শুনেছি। এ বিষয়ে থানায় জাল রশিদে খাজনা আদায়ের কারনে থানায় অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় জড়িত  সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। 

ফিরতি পর্বের রথের মতো এক সপ্তাহ আগেও রথ যাত্রার প্রথম পর্বে  গ্রামীণ মেলার অস্থায়ী দোকানগুলো থেকে একইভাবে চাঁদা তোলার অভিযোগ করেন মেলার এসব দোকানদাররা। তবে চাঁদাবাজদের সকলেই আওয়ামী শাসন আমলে দলীয় প্রভাবে একই কর্ম করলেও এখন অপকর্ম করছে জেলা বিএনপি'র নেতাদের ছত্র ছায়া। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.