৭ম দিনে নাটোরে এনসিপির জুলাই পদ যাত্রা শুরু হচ্ছে আজ। আজ ৭ জুলাই সোমবার বেলা ১১ টার দিকে নাটোর স্টেশন বাজার এলাকার একতার মোড় থেকে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। রাজশাহী থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সার্জ্রিস আলম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, জারা তাসনিম সহ নেতৃবৃন্দ এসে পৌঁছাবেন।
গতকাল রাতে প্রস্তুতিমূলক এক সভার মাধ্যমে এই তথ্য জানিয়েছেন এনসিপির নাটোর জেলার নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন এই জুলাই পদযাত্রার সমস্ত প্রস্তুতি তাদের সম্পন্ন হয়েছে। বেলা ১১ টায় স্টেশন বাজার এলাকা থেকে এই পদযাত্রা শুরু হবে।
পদযাত্রাটি নাটোর স্টেশন বাজার এলাকার একতার মোড় থেকে নাটোর নিচাবাজার হয়ে দুপুর আড়াইটায় মাদ্রাসা মোড়ে একটি সংক্ষিপ্ত পথ সভা করবে। এরপর তারা বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে পাবনার উদ্দেশ্যে রওনা দেবেন। এইচএসসি পরীক্ষার কারণে এই পদযাত্রা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান নাটোরের নেতৃবৃন্দ।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা মুখ্য সংগঠক অধ্যক্ষ এস এম জারজিস কাদির বাবু, আব্দুল মান্নার প্রমুখ।