× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে বনিক সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

০৭ জুলাই ২০২৫, ১৮:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই ) দুপুর ১২ টার দিকে ভানুগাছ চৌমুহনীতে ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মো: আব্দুহ এর সভাপতিত্বে এবং সৈয়দ নাজমুল হাসান মিঠু এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ব্যবসায়ী সোয়েব আহমদ, শেখ নোমান আহমদ, শওকত সারোয়ার চৌধুরী, মো: গৌছ মিয়া, তারেকুল ইসলাম পাটোয়ারি, মিলাদ তরফদার, মিলাদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন ৩ বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনের ১০ বছর অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত আর কোন নির্বাচন হয় নি।  যার কারনে বাজারের সার্বিক উন্নয়ন ব্যবহত হচ্ছে। অতি শীঘ্রই নির্বাচনের দাবি করে বক্তারা আরও বলেন আগামী ৭ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, মানববন্ধনের বিষয় শুনেছি। উভয় পক্ষের সাথে কথা বলে বনিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.