জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা এবার বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই।
সৈরাচার হাসিনা আন্দোলনে দেশ ত্যাগ করেছে। তার দোসরদের এদেশে এ দেশে ঠাঁই নাই। আপনারা আন্দোলনে যেমন আমাদের সহায়তা করেছেন, তেমনি এনসিপি গঠনে এগিয়ে আসুন। নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতা করুণ। গতকাল সোমবার নাটোর থেকে ঢাকা যাওয়ার পথে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাটোর জেলার যুগ্ম সমন্বয়ক আমির হামজার সভাপতিত্বে আয়োজিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম, স্থানীয় নেতা মো. একরাম হোসেন খান, মামুন চৌধুরী, সবুজ হোসেন প্রমুখ। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।