× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে লরি চাপায় পিক-আপ চালকের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুণ্ড প্রতিনিধি।

০৭ জুলাই ২০২৫, ১৮:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির লরির চাপায় শুকলাল দাস (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ফৌজদারহাট জলিল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকলাল দাস উপজেলার মাদামবিবিরহাট জেলেপাড়া এলাকার তেজেন্দ্র দাসের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত শুকলাল দাস তার পিকআপটি পাশে রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি লরি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর লরিটি তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর লরিচালককে আটক করা হয়েছে এবং ঘাতক লরিটিও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.