আমি মো: জোবায়ের আহমেদ । সারা বাংলাদেশের দলিল লেখকদের জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলিল লেখকদের প্রত্যক্ষ রায়ে নির্বাচিত মহাসচিব।
গত ৩০শে জুন দৈনিক সকালের সময় অনলাইনে প্রকাশিত “বাদলেস চট্টগ্রাম ভুয়া কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির তীব্র প্রতিবাদ জ্ঞাপন” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে, সংবাদে আমাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রমূলক মিথ্যা কাল্পনিক মনগড়া উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে যাহা আদৌ সত্য নয় ৷
আমি সারা বাংলাদেশের দলিল লেখকদের ভোটে নির্বাচিত মহাসচিব, কাউন্সিলের মাধ্যমে দলিল লেখকরা আমাকে নির্বাচিত করেছেন, জুলাই আন্দোলনে আমাদের অনেক দলিল লেখক অংশ গ্রহন করে আহত হয় ৷ যখন যে সরকার ক্ষমতায় থাকে দলিল লেখকদের দাবি আদায়ে আমাদের সেই সরকারের সাথে কাজ করতে হয়, দলিল লেখক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন ৷
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন অফিস থেকে বাংলাদেশ দলিল লেখক সমিতিকে কোন অর্থনৈতিক সহযোগিতা করা হয়নি ৷ আমি কখনো কোন রাজনৈতিক দলের দলীয় পদে ছিলাম না, আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ৷ যাহারা আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছেন, তাহারা বিগতদিনে ফ্যাসিবাদের সাথে সম্পর্ক রেখেছেন ৷
বাদলেসের কথিত চেয়ারম্যান শামসুল আরেফিন ও মহাসচিব এম এ রশিদ গংদের অনির্বাচিত কমিটির কোন ভিত্তি নেই ৷ সারা বাংলাদেশে একমাত্র আমার সংগঠন বাদলেস বৈধ কমিটি দেওয়া এখতিয়ার রাখে অন্য কেউ রাখেনা ৷
বিগত দিনে শামসুল আরেফিন এবং এম এ রশিদ গংরা সারা দেশে নিরীহ দলিল লেখকদের সাথে প্রতারনা করে কমিটি দেওয়ার নামে চাঁদাবাজি করেছে, যাহা এখনো অব্যাহত রেখেছেন ৷ আমি আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷ আমি যতদিন বেঁচে থাকবো দলিল লেখকদের কল্যানে কাজ করে যাবো ৷ পাশাপাশি দলিল লেখকদের এতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি ৷
জোবায়ের আহমেদ
মহাসচিব
বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি