× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে চার কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. আল আমীন,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

০৭ জুলাই ২০২৫, ১৯:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

সোনারগাঁয়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি মহিলাকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) দুপুরে সোনারগাঁও পৌরসভার টিপরদী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌর এলাকার, মাদক সম্রাজ্ঞী  সবুজা বেগম  (৫৫) তার মেয়ে লিপি আক্তার ৩৫,তাদের সহযোগি পুতুল ৩৫,সপচান বেগম,৩৫ সহ মোট চারজন,

পুলিশ সূত্রে থেকে জানা যায়, পৌরসভার টিপরদী এলাকায়  এসআই শহিদুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে সবুজা বেগম ও তার মেয়ে লিপি আক্তার এবং তাদের সহযোগী আরও দুইজনকে তার বসতঘর থেকে আটক করা হয়। এ সময় ঘর তল্লাশি করে ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলে একটি সূত্র থেকে জানা যায়। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মফিজুদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.