× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবিতে ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু: পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম উদ্যোগ

০৭ জুলাই ২০২৫, ২০:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালুর লক্ষ্যে শ্রেণি প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালার বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং সব বিভাগের শ্রেণি প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।


উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জবি প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। সফটওয়্যারটির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি করবে এবং একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করবে।” তিনি জানান, আগামী মাস থেকেই সফটওয়্যারটির ব্যবহারিক বাস্তবায়ন শুরু হবে।


কর্মশালায় আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শ্রেণি প্রতিনিধিরা এ সময় প্রশ্নোত্তর ও মতামত পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


উপস্থিত ডিন ও বিভাগীয় প্রধানরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সফটওয়্যারটির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে শৃঙ্খলা ও শিক্ষার মান বৃদ্ধি পাবে।


উল্লেখ্য, জবি আইসিটি সেলের তত্ত্বাবধানে সফটওয়্যারটি পরিচালিত হবে এবং বিভাগীয় চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতায় শ্রেণি প্রতিনিধিরা এর কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.