× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই আগামী নির্বাচন পিছাতে চায়: হাসনাত আব্দুল্লাহ

রাকিব হাসনাত,পাবনা প্রতিনিধি।

০৮ জুলাই ২০২৫, ১৪:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বসুন্ধরা মিডিয়া তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করেছে। তাদের বিরুদ্ধে এখন কথা বললে বিএনপি ভীতসন্ত্রস্ত হয়, ভয় পায়। যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে তারাই আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায়। নতুন করে একটি দল মুজিবাদের পাহারাদার ও ঠিকাদারি নিয়েছে।

সোমবার (০৭ জুলাই) পৌনে ১১ টার দিকে পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির একভাই আজকে টকশোতে বলেছেন, বসুন্ধরাকে নিয়ে কথা বলায় নাকি তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। ভয় পেয়েছেন। আমরা জানতে চাই বাংলাদেশের রাজনীতি কাদের কাছে বর্গা দেওয়া হয়েছে। আমাদের রাজনীতি বসুন্ধরা ও এস আলমের কবল থেকে বের করে আনতে হবে। আমাদের রাজনীতি ধর্ষণকারীদের কবল থেকে বের করে আনতে হবে। লুটকারীদের কবল থেকে বের করে আনতে হবে। বসুন্ধরা ও এস আলমকে বাংলাদেশের রাজনীতিকে বর্গা দিয়ে দেশ ধ্বংসস্তূপে পরিনত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের লোকজন মিছিল করত তখন ছাত্রলীগ হামলা করেছে। শিক্ষকদের উপর হামলা করেছে, আওয়ামী লীগ যখন দিনের ভোট রাতে করত তখন এক দলদাস ১০০/২০০ জনের নামে হাসিনার পক্ষে বিবৃতি দিতো।

বসুন্ধরাকে উদ্যোশ্য করে তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই যে অনেক মিডিয়ার ভাইয়েররা আছেন নিরলসভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পেশাদারিত্বের সঙ্গে করে যাচ্ছেন। কিন্তু আপনাদের মত বাটপার, আপনাদের মত ছিটার, আপনাদের মত দলদাস বসুন্ধরার জন্য সকল সাংবাদিকের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। আমাদের বিরুদ্ধে বিবৃতি দিয়ে আটকাতে পারবেন না। আমরা মিডিয়ার সংস্কার করেই ছাড়ব।

মিডিয়াকে মাফিয়াতন্ত্রমুক্ত করেই ছাড়ব। যিনি কালেরকন্ঠের সম্পাদক হয়েছেন আমরা জানি আপনি ৫ আগষ্টের পর কোন পথ থেকে সভাপতি হয়েছে। বসুন্ধরাকে বাচাঁতে তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই। নিরপেক্ষ সাংবাদিকতা চাই। এই কালেরকন্ঠ তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করেছে, খালেদা জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে। আজকে বসুন্ধরার বিরুদ্ধে কথা বললেই নাকি বিএনপি ভয় পেয়ে যায়।

বিএনপিকে উদ্যেশ্য করে তিনি বলেন, 
আপনারা বিদেশের কাছে ধরনা দিয়েছেন। বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই। যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই নির্বাচন পিছিয়ে দিচ্ছে। সংস্কার করেই নির্বাচন দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই। সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া মানে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

 তরুণ প্রজন্মকে বলেন, নিজ ঘর থেকে দুর্ণীতি বিরোধী অভিযান শুরু হোক। তরুণ প্রজন্মকে বলতে চাই। সত্যকে সত্য বলতে হবে। আপনার ইনকাম নিয়ে প্রশ্ন তুলতে হবে। আমাদের সচেতন থাকতে হবে। পরবর্তী দেশ আমাদের বিনির্মাণ করতে হবে। আমাদের ভারতের ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে। মিডিয়ার ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে হবে।

একদল অভ্যুথানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা হলো মুজিববাদের পাহারাদার।  যারা বলছে অভ্যুথানের ভিত্তি নাই তারা আসলে মুজিববাদের ঠিকাদারি নিয়েছে। আপনাদের ঘোষণা পত্র লাগবে না? আপনাদের ঘোষণা পত্র লাগবে না? আগামী ৩ আগষ্ট শহীদ মিনার থেকে দ্বিতীয় বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন,  জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম,  উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.