ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিক্সায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ সোমবার দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার টাঙ্গাবর ইউনিয়নের বামন খালী গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন (৫০) এবং দিঘীরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মিনহাজুল ইসলাম ওয়াসিম (২৫)। মিনহাজুল ইসলাম ওয়াসিম পাঁচবাগ ইউনিয়নের ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
ইকবাল হোসেন বামন খালি বট তলা বাজারের ইকবাল স্টোরের স্বত্বাধিকারী। এছাড়া আহত দুই যাত্রী হলেন নাজমুল ও আবু সাঈদ। তাদেরকে পাশের হোসেনপুর থানার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় ইউনিয়নের বটতলা বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটো রিক্সা চৌকা বাজারের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বহনকারী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সংবাদ সারাবেলা পত্রিকাকে বলেন, দূর্ঘটনা কবলিত অটো ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।