কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় চত্বরে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে।
বাংলাদেশ হেল্থ এসিষ্ট্যান্ট অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ হেল্থ এসিষ্ট্যান্ট অ্যাসোসিয়েশনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. শাফিউল আলম, সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র ঘোষ, সদস্য মো. সবুজ মিয়া, কাসেম আলী, রুবেল মিয়া, হান্নান মন্ডল, মাহবুবুর রহমান, ছাবিনা ইয়াসমিন প্রমুখ।
দাবি গুলো হচ্ছে নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করা, বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকরা যত সংখ্য টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছে তা পরবর্তী পুন:নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করা এবং পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পুর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে।