ভালুকা উপজেলায় ছাত্রদলের নাম ব্যবহার করে কিশোর গ্যাং গঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনজীবনে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভালুকা উপজেলা ছাত্রদল।
সোমবার (৭ জুলাই) রাতে ভালুকা পৌর এলাকার একাধিক স্থানে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের পক্ষ থেকে কড়া বার্তা দেন সংগঠনের উপজেলা সদস্য-সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।
তিনি এক বার্তায় বলেন: "ছাত্রদলের নাম ব্যবহার করে যারা ভালুকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং তৈরি করার চেষ্টা করছেন এবং রাস্তাঘাটে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছেন-তাদেরকে ভালুকা উপজেলা ছাত্রদল কোনোভাবেই প্রশ্রয় দিবে না। ছাত্রদল একটি আদর্শিক ছাত্র সংগঠন, এখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।"
রিয়াদ পাঠান আরও বলেন, কিছু ব্যক্তি ছাত্রদলের পরিচয় ব্যবহার করে নিজেদের স্বার্থে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড শুধু সংগঠনের ভাবমূর্তি নষ্ট করে না, বরং প্রকৃত ছাত্র নেতাকর্মীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। “ভালুকা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। যারা দলকে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় ভয়ভীতি দেখিয়ে বেড়াচ্ছেন, তারা বিএনপি ও ছাত্রদলের শত্রু।"
সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে যারা মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ও সামাজিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ভালুকা উপজেলা ছাত্রদল দীর্ঘদিন ধরেই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে আসছে। রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচি, লিফলেট বিতরণ, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে তারা সরকারের নানা অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। “আমরা ছাত্রদের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি। সেই সংগ্রামে কেউ সন্ত্রাস ঢুকিয়ে দিলে, সে আমাদের কেউ না”-বলেন ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।