পাবনার ঈশ্বরদীতে ১৬ বছর বয়সী একজন তালাকপ্রাপ্ত কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত ৩০ জুন বিকাল ৪ টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের ঠান্ডাতলা নামক যায়গায় ঐ কিশোরীকে ৩ যুবক ধর্ষণের চেষ্টা করে বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযুক্তরা হলো- ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়ার মো: বকুল মন্ডলের ছেলে মো: রাতুল (১৯) এবং সাহাপুর স্কুলপাড়া গ্রামের মো: মমিন শেখের ছেলে মো: জয় (১৯) সহ অজ্ঞাত একজন।
মঙ্গলবার ৮ জুলাই ভুক্তভোগী উল্লেখিত যুবকদের নামে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর মা জানান,আমাকে দুইদিন ঈশ্বরদী থানা থেকে ফোন করে থানায় যেতে বলে আমি থানায় রাত ১২টা পর্যন্ত বসে অফিস ও মুন্সি কাউকে না পেয়ে আমি থানা থেকে চলে আসছি পরে আমাকে আর কিছুই থানা থেকে জানানে হয় নাই ।
এবিষয়ে অভিযুক্ত যুবকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তাদের পরিবারও তাদের কথা বলতে পারছেন না।
এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ স ম আব্দুন নূর সরকারী মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ করে নাই
এদিকে ঈশ্বরদী ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও সাহাপুর বিট অফিস এস আই রাসেল মোবাইল ফোনে কল করলে তাঁরাও এই বিষয়ে কিছু বলতে পারে নাই