× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূঞাপুরে অনুদানের চেক বিতরণ

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

০৮ জুলাই ২০২৫, ১৯:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। তারা অসুস্থ ও হতদরিদ্র ১২ জন উপকারভোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ১২ জন অসুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে এসব সহায়তা প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.