× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রমিক নেতাকে ২৪ ঘন্টার আল্টিমেটাম ইসলামী দলগুলোর

মাদারীপুর প্রতিনিধি।

০৮ জুলাই ২০২৫, ২০:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরে সংবাদ সম্মেলনে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ইমাম মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদ, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখা। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় জেলা মডেল মসজিদের নিচতলায় প্রতিবাদ সভা করা হয়।

গত ৭ জুলাই মডেল মসজিদ উদ্বোধন ও ঈমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইটগার্ড নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলনে জেলা সদর জামে মসজিদের ইমাম সম্পর্কে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কেএম তোফাজ্জেল হোসেন ছান্টু খান। এছাড়া তিনি ডা. আলতাফ হোসেনের সাথে অশালীন আচরণ করেন। এর প্রতিবাদে ইসলামী দলগুলো প্রতিবাদ সভা করেছেন।

সভায় ছান্টু খানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে কেএম তোফাজ্জেল হোসেন ছান্টু খান, তিনি যদি ইমাম সাহেব ও ডা. আলতাফ হোসেনের কাছে প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আগামাী বৃহস্পতিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। এছাড়া ভ‚মিদস্যু লিটন মোল্লা গংদের মসজিদের জায়গা ছেড়ে দেওয়ার হুশিয়ারী দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা আলী আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তাজুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ সহ অন্যান্য ধর্মপ্রাণ মুসুল্লীগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.