× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামের গ্রামীণ ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ ফেরাতে মাঠে ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম প্রতিনিধি।

০৯ জুলাই ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন স্কুল ও ক্লাবে ফুটবল বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

০৮ জুলাই (মঙ্গলবার) দিনভর রাজারহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপি’র স্থানীয় নেতৃবৃন্দ, যুব শক্তি ও ছাত্র সংসদের প্রতিনিধিরা। ফুটবল বিতরণকালে ড. আতিক মুজাহিদ বলেন, “ইচ্ছে হয় প্রতিটি মাঠে যাই, ক্রীড়া সামগ্রী বিতরণ করি। গ্রামীণ মাঠগুলো আবার প্রাণ ফিরে পাক। তরুণরা খেলাধুলার মাধ্যমে ফিরে আসুক সুস্থ জীবনে। কুড়িগ্রাম হোক মাদকমুক্ত। সবার আগে কুড়িগ্রাম।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও তিনি নিয়মিতভাবে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ সমাজকে উৎসাহিত করতে চান। তার এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা। এ উদ্যোগের মাধ্যমে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের ক্রীড়া চর্চা নতুন করে গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.