× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

০৯ জুলাই ২০২৫, ১৮:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বাজারে সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ জুলাই) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আঁখিতারা বাজারে জামে মসজিদের সামনে বড় করে চার সাটারে দোকান নির্মাণ করা হয়েছে।  

জানা যায়, উপজেলার নোয়াগাও ইউনিয়নের আঁখিতারা গ্রামের ফজলু মিয়ার ছেলে রাহাত মিয়া 
এই মার্কেট  নির্মাণ করছেন। রাহাত এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। সরকারি জায়গায় দোকান নির্মাণ না করার জন্যে আইরল ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাকে নিষেধ করে আসলেও সে অমান্য করে দোকান নির্মাণ কাজ অব্যাহত রাখছে। 

খোঁজ নিয়ে জানা যায়,  ইতিপূর্বে সরাইল সহকারী কমিশনার ( ভূমি)  নিজে এসে রাহাত মিয়াকে বাধা দেয়ার পরও  এ সি ল্যান্ড এর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধাপে ধাপে সে সরকারী জায়গা দখল প্রক্রিয়া চালু রেখে পাকা স্থাপনা নির্মাণ করেছে । একটি সূত্র জানায়, রাহাত প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায়  সরকারী ভূমি আগ্রাসন করে মার্কেট  নির্মাণ কাজ করে আসছে । যার ফলে সে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বাঁধাকে পাত্তাই দিচ্ছে  না ।  

দোকান নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে রাহাত বলেন, আমি আমাদের নিজের জায়গায় দোকান নির্মাণ করেছি। কাগজপত্র দেখাতে চাইলে সে দম্ভের সাথে জানিয়েছে,  আমি কেন আমার কাগজপত্র আপনাকে দেখাব ? 

এ ব্যাপারে আইরল ইউনিয়ন ভূমি কর্মকর্তা খন্দকার মাইন উদ্দিন আহমেদ বলেন, আমি দোকান নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে আসছি। সে আমাদের  বারংবার বাধা উপেক্ষা করে রাতের আঁধারে কাজ করে ফেলে। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর তার বিরুদ্ধে রিপোর্ট পাঠিয়েছি  । 

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.