শেরপুরের নালিতাবাড়ীতে ২১ বোতল ভারতীয় মদসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(৮ জুলাই) রাতে উপজেলার চেল্লাখালী এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়।
আটক কিশোর উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে মোট ২১ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৭৫০ মিলিলিটার। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিল্লালের একটি পুলিশ টিম অভিযান চালিয়ে উপজেলার চেল্লাখালী নদীর পূর্বপাড়ে ভারতীয় মদসহ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে কিশোরকে আটক করে। এ সময় ওই মদ পাচারের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় থানার এসআই বিলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করেছেন।
নালিতাবাড়ী থানার ওসি আরও জানান, “আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে মদ সরবরাহ চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।”