ময়মনসিংহের ফুলবাড়ীয়া শহরের ছনকান্দা সড়কের ভাঙা অংশ সংস্কার করে দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার ফুলবাড়ীয়া থানা প্রাঙ্গণের বিপরীতে মসজিদ আল্লাহু আকবর সংলগ্ন রাস্তাটির ভাঙা অংশ সংস্কার কার্যক্রম শুরু করেছে দলটি।
বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
স্থানীয়রা বলেন, ফুলবাড়িয়া টু রাধাকানাই মেইন রোড় মসজিদ আল্লাহু আকবর সংলগ্ন রাস্তাটির দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দের (গর্তের) সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে সড়কটিতে চলাচলকারী চালক-যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয় এবং প্রায় সময় সেখানে দীর্ঘ যানজটসহ ছোট বড় এক্সিডেন্ট হতে দেখা যায়। জনসাধারণের ভোগান্তি লাঘবে ফুলবাড়িয়া জামাত ইসলামের নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন।
স্থানীয় সিএনজি চালক মোস্তাফিজুর রহমান জানান, রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি চালাতে হতো। এতে যাত্রীদেরও খুব কষ্ট হতো। উপজেলা জামাতের সহযোগিতা ও জেলা জামায়াতে নেতা কামরুল হাসান মিলন তার নিজ অর্থায়নে রাস্তায় ইটের আদলা ফেলে দেয়ায় তাদের খুবই উপকার হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম বলেন, বিগত সরকারের সময়ে চরম অন্যায় ও দুর্নীতির কারণে উন্নয়নমূলন কর্মকান্ড হয়নি। বর্তমানেও কোন উন্নতি হচ্ছে না। তাই বাধ্য হয়ে জনগণের কষ্ট লাঘব করতে জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, চলাচলের অনুপযোগী এ রাস্তাটি মেরামতে বিভিন্ন সময়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেটি প্রলম্বিত হওয়ায় উপজেলা জামায়াতে ইসলামী আপাতত সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসময় তিনি রাস্তাটি স্থায়ী সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড.মাহবুবুর রশিদ ফরাজি, উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।