ঈশ্বরদী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে নবাগত অধ্যাপক আমজাদ হোসেন কলেজ যোগদান শেষে ক্যাম্পাসে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে বরণ করা হয়।
এসময় কলেজ ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক মাহ্ মুদুল ইসলাম শাওন, পৌর ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক নাজমুল হাসান রিসাদ, ছাত্রদল নেতা লালন হোসাইন, মোঃ পারভেজ, সিজান মোল্লা, ওমর শেখ শান্ত, সানজিদুর রহমান, আকাশ খাঁ, মাহিদ হোসেন, ওয়ালিদ হোসেন, শাকিব হোসেন, মাসুম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ নবাগত অধ্যক্ষ আমজাদ হোসেনকে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানানো হয়।
কলেজ ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক মাহমুদুল ইসলাম শাওন বলেন, অনিয়ম তান্ত্রিকভাবে সরকারি কলেজের মূল ফটক ঘেঁষে একটি ক্লাব ঘর তৈরি হয়েছে। সেখান বসে কিছু উ শৃঙ্খল ছেলেরা কলেজ শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্ত্যক্তসহ হয়রানি করছে। তারা বহিরাগত শিক্ষার্থীদের মোবাইল ছিনতাই করছে। এছাড়াও ছুটির পর কলেজ ক্যাম্পাসের ভিতরে কলেজের বারান্দায় মাদকের আসর বসিয়ে অভয়ারণ্য সৃষ্টি করা হয়েছে। এসব ঘটনা প্রতিরোধে দ্রুত কলেজের প্রধান ফটক সংলগ্নটি ক্লাব ঘরটি অপসারণ করার জন্য কলেজ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ছাত্রনেতা শাওন।