× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় পদায়ন

কামরুল হাসাাান টিটু, রংপুর ব্যুরো

০৯ জুলাই ২০২৫, ১৯:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুরের পীরগাছায় বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) রংপুর বিভাগীয় কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নের পর তিনি সংশ্লিষ্ট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়া সার্টিফিকেট মামলা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

গত ২১ এপ্রিল সাতক্ষীরার তালায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ইউএনও শেখ রাসেল। গত ২৪ এপ্রিল বিকেল সাতক্ষীরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান টিপু।

এ ঘটনার পর গত ৫ মে তাকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ২৫ জুন পীরগাছার ইউএনও নাজমুল হক সুমনকে ঠাকুরগাঁওয়ের এডিসি হিসেবে পদায়ন করা হয়। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তদন্তে মাঠে নামে দুদক।

এদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত-সমালোচিত ব্যক্তিদের বিভিন্ন সময়ে রংপুরে পদায়ন করা হয়েছে।‌ এবার ইউএনও শেখ রাসেলকে পদায়ন করায় বিভিন্ন মহল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.