বিকাশ থেকে বাংলালিংক নাম্বারে সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জ করে গ্রাহকরা জিতে নিয়েছেন বাইক, এসি ও ফ্রিজ কুপন। পাশাপাশি, ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত চলা মেগা গিফট ক্যাম্পেইনে প্রতিদিন সর্বোচ্চ রিচার্জকারী ৫০ জন গ্রাহক পেয়েছেন ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন অংকের ক্যাশব্যাক।
সম্প্রতি বিকাশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে মোটরবাইক, এসি, ও ফ্রিজের কুপনগুলো তুলে দেয়া হয়। গ্রাহকদের নিত্য প্রয়োজনীয় মোবাইল রিচার্জ সেবাটিকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই ক্যাম্পেইনটির আয়োজন করে বিকাশ ও বাংলালিংক।
ক্যাম্পেইনে সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহকের জন্য ছিল ১,১৮,০০০ টাকা মূল্যের মোটরবাইক কুপন। ২য় এবং ৩য় সর্বোচ্চ রিচার্জকারী পান যথাক্রমে ৪৮,০০০ টাকা মূল্যের এসি কুপন এবং ৩৯,০০০ টাকা মূল্যের ফ্রিজ কুপন। সম্প্রতি বিকাশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে মোটরবাইক, এসি, ও ফ্রিজের কুপনগুলো তুলে দেয়া হয়।
বিকাশ-এর অন্যতম জনপ্রিয় সেবা অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# -এর মাধ্যমে মোবাইল রিচার্জ করা যায়। আর এই সেবায় বিকাশের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। বিকাশ থেকেই সবচেয়ে সহজে ও স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট, মিনিট, বান্ডেল, স্পেশাল রেট, বিনোদনসহ মোবাইল রিচার্জের বিভিন্ন অফার পছন্দানুযায়ী গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।