কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে কুমারখালী পৌর বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম। বক্তব্যে তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও দুঃশাসনের মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া আইন বর্জন করে মানুষের তৈরি পদ্ধতি অনুসরণ। ইসলামী শাসন প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। তাই সময় এসেছে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য সব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার।”
গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার ও মাওলানা কে এম শরিয়ত উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী ও জিএম তাওহিদ আনোয়ার।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা উপজেলা শাখার সভাপতি ও কুমারখালী-খোকসা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁন।
সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।