× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

সাকিব হাসান, (কুমারখালী) কুষ্টিয়া প্রতিনিধি।

০৯ জুলাই ২০২৫, ১৯:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে কুমারখালী পৌর বাস টার্মিনালে  ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 


গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম। বক্তব্যে তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও দুঃশাসনের মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া আইন বর্জন করে মানুষের তৈরি পদ্ধতি অনুসরণ। ইসলামী শাসন প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। তাই সময় এসেছে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য সব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার।”


গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার ও মাওলানা কে এম শরিয়ত উল্লাহ।


এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী ও জিএম তাওহিদ আনোয়ার।


গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা উপজেলা শাখার সভাপতি ও কুমারখালী-খোকসা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁন।


সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.