× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই বিপ্লবে সবার আগে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈছাআ ইবি : সমন্বয়ক সুইট

ডেক্স রিপোর্ট ।

১০ জুলাই ২০২৫, ১৪:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সবার আগে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বলে জানিয়েছেন বৈছাআ, ইবি সমন্বয়ক ও বৈছাআ’র কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এসএম সুইট।

মঙ্গলবার (৮ জুলাই) এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

এ সময় এক প্রশ্নের জবাবে এসএম সুইট বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অফিসিয়ালি গত বছরের ৪ আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দিলেও আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা ছিলাম; আমরা আমাদের জায়গা থেকে ৩ আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দেই। পরবর্তীতে সেটি ৪ আগস্টও ঢাকা থেকে ঘোষণা হয়।

তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের জুলাই বিপ্লবের সহকর্মী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আমাদের আন্দোলনের সময় সংহতি জানায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের লোকজনও রাস্তায় নেমে পড়ে। সে আন্দোলনে সব ছাত্রজনতা সাড়া দেয় এবং ৫ আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। ‘জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নিয়ে বৈছাআ’র ভাবনা কী?’- এ প্রশ্নের জবাবে সুইট বলেন, আমাদের আগামী দিনে যারা পথ দেখাবে তারা হলেন জুলাই বিপ্লবের শহীদরা এবং গাজীরা।

তাদেরকে নিয়েই কাজ করতে হবে। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অধিকার, তাদের মূল্যায়ন এসব নিয়েই কাজ করে যাচ্ছে। তারা কোনো প্রকার অসম্মান-অপদস্তের শিকার হয় এরকম কোনো কাজ করবে না । ‘চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন আসলে বিপ্লব নাকি গণ-অভ্যুত্থান?’- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আসলে বহুল বিতর্কের, ‘চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন- বিপ্লব নাকি গণ-অভ্যুত্থান।’ আমি এটিকে অপরিপক্ব বিপ্লব বলে মনে করি। কারণ যেদিন ১ দফা ঘোষণা হয়েছিল তারপর দিন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এ অল্প সময়ে আমরা বন্ধু-শত্রু আসলে তফাত করতে পারি নাই।

এটি আরও দীর্ঘ সময় ধরে হলে কে শত্রু কে মিত্র সেটা চেনা যেত। এটি গণ-অভ্যুত্থান কখনোই নয়। এটি বিপ্লব, তবে অপরিপক্ব বিপ্লব। ‘নতুন দল এনসিপি সম্পর্কে বৈছাআ’র অবস্থান কী?’- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই বিপ্লব থেকে গড়ে ওঠা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন জুলাই বিপ্লবের নেতারা এটা অস্বীকার করার কোনো উপায় নেই।

তারা যেহেতু রাজনৈতিক দল, তারা রাজনৈতিক প্লাটফর্মে তাদের মতো কাজ করবে। আর ২০২৪ এর জুলাইয়ের যে স্পিরিটকে নিয়ে ছাত্র জনতার সফল অভ্যুত্থান হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই স্পিরিটকে নিয়ে আগামী দিনে কাজ করে যাবে। এ ছাড়া রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সুইট বলেন, প্রত্যেকটা বিষয় কোনো না কোনোভাবে রাজনীতি দিয়ে নিয়ন্ত্রিত। সেই জায়গা থেকে অবশ্যই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা আছে, পরিকল্পনাও আছে। জুলাই স্পিরিটকে ধারণ করে যারা আগামী দিনে দল পরিচালনা করবে তাদের সঙ্গে রাজনীতি করার ইচ্ছা আছে বলে জানান তিনি।

‘বর্তমান বৈছাআ’র ভবিষ্যৎ কী?’- এ প্রশ্নের জবাবে বৈছাআ, ইবি সমন্বয়ক বলেন, যে স্পিরিটকে ধারণ করে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই স্পিরিট নিয়ে বৈষম্য নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী দিনে কাজ করবে। ১৫ বছরে যে বৈষম্য থেকে গেছে তা একদিনে সরে যাওয়া সম্ভব নয়। জুলাই শহীদদের পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য তারা আগামী দিনে কাজ করে যাবে। এ ছাড়া যেকোনো সমস্যায় আগামী দিনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে বলে জানান তিনি ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.