তিনদিন আগে সিংড়া পৌর এলাকা থেকে নিখোঁজ কেয়া খাতুন (৫) এর লাশ পাবনার চাটমোহরে নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুমানী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে বিষয়টি সোশাল মিডিয়া এবং নিউজে দেখে সিংড়া থেকে নিহত কেয়ার বাবা সহ স্বজনরা গিয়ে লাশটি সনাক্ত করে। পরে পাবনা জেলায় পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে বুধবার বিকেল লাশ হস্তান্তর করে চাটমোহর থানা পুলিশ। এদিকে কেয়া নিহতের হওয়ার খবর ছড়িয়ে পড়ায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম ঘটনাস্থল থেকে জানান, নাটোরের গুরুদাসপুর এলাকা থেকে নদীর স্রোতে ৫/৬ বছর বয়সী একটি মেয়ে শিশুর লাশ ভেসে আসে। সন্ধ্যার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া পয়েন্ট থেকে স্থানীয়দের প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়।
বুধবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এদিকে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার নিহতের পরিবার সিংড়া থানায় একটি সাধারণ ডাইরি করে। গতকাল চাটমোহর থানার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।