চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলারবাড়বকুণ্ডে কেএসআরএম নামের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান স্থানীয় পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, কোডেক অফিস ও অন্তত ৩০টিব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাচ্ছে। একটুখানি ভারী বৃষ্টি হলেই বিদ্যুৎ অফিসের সরবরাহ প্যানেল থেকে শুরু করে দোকানপাট, বাড়িঘর পর্যন্ত হাঁটু বা কোমর সমান পানিতেডুবে যাচ্ছে।
স্থানীয়ভাবে জানা যায়, বাড়বকুণ্ড সাবেক আনোয়ারা জুট মিলস ও তার আশপাশের জমি কেএসআরএম ক্রয় করেমাটি ভরাট করে স্ক্র্যাপ ও লোহার ডিপো তৈরি করে। কিন্তু মাটি ভরাটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষা গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন পথ রক্ষা না করে কোনো পাইপ বা নাশি স্থাপন নাকরায়, দক্ষিণ পাশের উজানের পানি আটকে যাচ্ছে।এতে মহাসড়কের পাশে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রসহ আশপাশের পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ভরাটকাজ চলাকালে এলাকাবাসী ও বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ একাধিকবার পানি নিষ্কাশনের পথ রেখে কাজ চালাতে অনুরোধ জানালেও কেএসআরএমকর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। বরং সড়ক ও জনপথ বিভাগের জায়গাও ভরাট করে ফেলেছে বলে অভিযোগ রয়েছে।
বাড়বকুণ্ড ৩৩/১১ কেভি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী মো. ইছাক জানান, “অল্প বৃষ্টিতেই অফিসে পানি জমে যায়। প্যানেলগুলোর নিচে পানি উঠলে যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে। আমরা ঝুঁকি এড়াতে সেচ-পাম্প দিয়ে পানিসরাচ্ছি, কিন্তু এটা স্থায়ী সমাধান নয়।” তিনি আরও বলেন, “আমরা কেএসআরএম-এ বিদ্যুৎ সরবরাহকরি, অথচ আমাদের বিপদ তাঁরা