× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ দফা দাবীতে নরসিংদীর স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন

জাহিদ সরকার মনির পলাশ, নরসিংদী প্রতিনিধি।

১০ জুলাই ২০২৫, ১৫:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, ১৪ তম গ্রেট নিশ্চিতকরণ, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নিতকরণসহ টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলার স্বাস্থ্য সহকারীরা।

আজ সকাল থেকে তিন ঘন্টা ব্যাপী নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নরসিংদী জেলা শাখার ব্যনারে এই অবস্থান কর্মসূচীতে জেলায় কর্মরত ৩ শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইতিপূর্বে নিয়োগবিধি সংশোধনসহ বিভিন্ন দাবি নিয়ে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সমঝোতা চুক্তি হলেও বারবার আশ্বাসের মাধ্যমেই থেকেছে।

যার প্রেক্ষিতে সারা দেশের সকল জেলার নেতৃবৃন্দের চাহিদার প্রেক্ষিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা শিশুদের টিকা, ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের ৫ডোজ টিডি/টিটি টিকা প্রদান করে থাকে। বাড়ি বাড়ি গিয়ে শিশুদের জন্ম ও মৃত্যু গর্ভবতী মহিলা এবং কিশোর- কিশোরীদের রেজিস্ট্রেশন করে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাস্থ্য শিক্ষা সহ সচেতনতামূলক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে তিন দিন স্বাস্থ্য শিক্ষা সহ স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশিত বিভিন্ন জাতীয় দিবস এবং দুর্যোগ কালীন মানবিক সেবা দিয়ে থাকে।  এরপরও বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে স্বাস্থ্য সহকারীরা।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হেলথ এসিস্টেম অ্যাসোসিয়েশন এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মানিক, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোমেন মিয়া, নরসিংদী সদর উপজেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদিকুর রশিদ কিরন ও স্বাস্থ্য সহকারী আসমা আহমেদ সহ অন্যরা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.