× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ৬ দোকান আগুনে পুড়ল, ক্ষতি প্রায় ২৫ লাখ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১০ জুলাই ২০২৫, ১৬:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুর নগরীর নজিরেরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানদারেরা দাবি করেছেন।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের নজিরেরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে নজিরেরহাট ব্যবসায়ী দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক ফারুক হোসেন ফিরোজ বলেন, রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ বাজারের মনিরের লেপ-তোশক ঘর থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডে বাজারের ছোট-বড় মিলে ৬ দোকান পুড়ে যায়। অনেকেই আগুনের তাণ্ডব থেকে মালামাল সরাতে গিয়ে আরো কয়েকটি দোকানঘর ভাঙচুর করেন। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক ত্রুটি বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হতে পারে। লেপ-তোশকের দোকান থেকে আগুন সূত্র ছড়িয়ে পড়ে। এতে লিমন ও সুমন মিয়ার কোহলি স্টোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অন্তত ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাকিদের প্রায় নয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

নজিরেরহাট ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মানিক মিয়া জানান, অগ্নিদুর্ঘটনায় বাজারের মুদিদোকান, পান দোকান, হার্ডওয়ার, লেপ-তোশক দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনার সূত্র হয়েছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হওয়ায় পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়েনি।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার বলেন, খবর পেয়ে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাজারের লেপ-তোশক ঘরের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বাজারে ছড়িয়ে পড়ে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.