× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

১০ জুলাই ২০২৫, ১৬:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আকাশ বাঁশফোর (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন কড়ইতলা রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ বাঁশফোর ঈশ্বরদী শহরের দরিনারিচা হরিজন কলোনীর বাসিন্দা। তাঁর বাবার নাম রমেশ বাঁশফোর।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকাশ রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনের সামনে পড়ে যান। খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন অতিক্রম করার সময় তিনি কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে ওসি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.