× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে জুলাই স্বাধীনতা স্মরণে চক্ষু চিকিৎসা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

১০ জুলাই ২০২৫, ১৬:৪৮ পিএম

রামপালে বিনামূল্য জুলাই স্বাধীনতা স্মরণে এক চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। হিলফুল ফুজুল ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। 

উপজেলার সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসায় বৃহস্পতিবার (১০ জুলাই) হিলফুল ফুজুলের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মুনিরুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী চক্ষু শিবিরের প্রধান অথিতির বক্তব্য দেন সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এস, এম আ. আজিজ। বিশেষ অথিতির বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক শেখ মাঞ্জুরুল হক রাহাদ,অধ্যক্ষ এ, বি, এম আব্দুস সোবহান প্রমুখ। চক্ষু শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট শেখ আ.ওয়াদুদ।

চক্ষু চিকিৎসা শিবিরে ছানিপড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়। এ সময় আগত ৬ শতাধিক রোগীকে বিনামূল্য প্রাথমিক চিকিৎসা, ২ শতাধিক রোগীকে চশমা প্রদান ও ৬০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। অধ্যাপক মুনিরুজ্জামান জানান, এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.