দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১শত ৬৯ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার টাকা। ঘোষিত বাজেটে নাগরিক সেবা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, হিসাব রক্ষক কর্মকর্তা, উজ্জল চন্দ্র দেব সহ পৌরসভার কর্মকর্তারা।
পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের উপস্থাপনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ,সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এমএ হামিদ,দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো: শাহজাহান, দৈনিক সংবাদ সারাবেলা‘র জেলা প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।
বাজেট ঘোষণা শেষে পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ কুদালীছড়ার দুষন রোধে কার্যক্রর উদ্যেগ গ্রহণ, বিদ্যুত খাতের বকেয়া,শহরের জলাবদ্ধতা, ফুটপাত থেকে চাদা আদায়,যানজট সহ নানা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি বলেন, পৌরসভার কাছে বিদ্যুত বিল বকেয়া রয়েছে প্রায় দেড়কোটি টাকা। এই বকেয়া ৪বছর আগের উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রতি মাসে বিদ্যুত বিল আদায় করা হচ্ছে পাশাপাশি আগের বকেয়া বিলও দেয়া হচ্ছে। ফুটপাত থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।