× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় সিপি বাংলাদেশ-এর বর্জ্য ব্যবস্থাপনায় আসছে বায়োগ্যাস প্ল্যান্ট: ইউএনওর সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।

১০ জুলাই ২০২৫, ১৮:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভালুকা উপজেলার সিপি বাংলাদেশ লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থার বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ ও সিপি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সুচাত সানতিপাদা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ভালুকায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউএনও হাসান মাহমুদ সিপি বাংলাদেশের ভালুকা ইউনিটের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় জনগণের ভোগান্তি ও পরিবেশদূষণের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বিষয়টির দ্রুত ও কার্যকর সমাধানে কোম্পানির সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিক্রিয়ায় সিপি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সুচাত সানতিপাদা ইউএনওকে আশ্বস্ত করেন যে, আগামী ৬০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের সব শেডে আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করবে। এতে করে বর্জ্য থেকে উৎপন্ন হবে জ্বালানি, আর দূষণও কমবে উল্লেখযোগ্যভাবে।

তবে তিনি স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানান, যেন এই সময়ের মধ্যে কোনও রাজনৈতিক অস্থিরতা বা বাধা সৃষ্টি না হয়, যাতে প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

উল্লেখ্য, সিপি বাংলাদেশ-এর ভালুকা শেডগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সমস্যার স্থায়ী সমাধানের আশা করছেন স্থানীয়রা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.