× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭.০৩ শতাংশ

কামরুল হাসান‌ টিটু, রংপুর ব্যুরো

১০ জুলাই ২০২৫, ১৮:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডে গড়ে ৬৭ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এরমধ্যে   মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৬২ জন। তাদের মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৬ ও ছাত্রী হচ্ছে ৭ হাজার ৫৪৬ জন। গতবারের তুলনায় এবার পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে গড় হার কমেছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দেশের সবগুলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে। প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

জানা গেছে, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। পাস করতে পারেনি ৬০ হাজার ৮৮ জন।  এ বছর রংপুর বিভাগের ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। 

এবার পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।  মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ এবং ছেলেদের ৬৪ দশমিক ৩৮। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। মোট জিপিএ-৫ প্রাপ্ত ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থীর মধ্যে ছেলে ৭ হাজার ৫১৬ ও মেয়ে হচ্ছে ৭ হাজার ৫৪৬ জন।

রংপুর বিভাগের ২ হাজার ৭৮২ টি বিদ্যালয়ের মধ্যে শুন্য পাসের হার স্কুলের সংখ্যা ১৩টি। শতকরা ১০০ ভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৪৮টি। 

উল্লেখ্য, গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৩। সেই হিসাবে এবারে পাশের হার কমেছে। জিপিএ-৫ প্রাপ্তিতেও এই হার কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১০৫। এবার পেয়েছে ১৫ হাজার ৬২ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.