× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাবনায় এসএসসি পরীক্ষায় ৬ শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন : সাফল্য ধরে রেখেছে ক্যাডেট কলেজ

রাকিব হাসনাত,পাবনা প্রতিনিধি।

১০ জুলাই ২০২৫, ১৮:৩৪ পিএম । আপডেটঃ ১০ জুলাই ২০২৫, ১৮:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

এবারের এসএসসি পরীক্ষায় পাবনা জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী। পাবনা ক্যাডেট কলেজ এবারেও শতভাগ জিপিএ-৫ অর্জন করার মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এছাড়া পাবনা স্কয়ার স্কুল এন্ড কলেজও শতভাগ উত্তীর্ণ হয়ে চমক দেখিয়েছে। 

সংশ্লিষ্ট সুত্র জানায়, পাবনায় এবারে বরাবরের মতই সেরা স্কুলগুলো ভাল করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। স্কয়ার স্কুল এন্ড কলজ থেকে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪০ জন জিপিএ-৫ সহ পাশের হার শতভাগ। 

পাবনা জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৭, সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে ১৬২, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ৯৪ জন এবং পুলিশ লাইনস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। 

এছাড়াও পাবনা ইসলামীয়া মাদরাসা থেকে ১২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। শতভাগ উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলাসহ শহরের অন্যান্য স্কুল থেকে আরো দেড় শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল  মো. মেহেদী হাসান, পিএসসি জানান, কঠোর পরিশ্রম, শৃংখলা, নিয়মানুবর্তিতা তার প্রতিষ্ঠানে ধারাবাহিক এই সাফল্য বয়ে এনেছে। শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.