× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভা

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

১০ জুলাই ২০২৫, ১৮:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারে কমলগঞ্জে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যোনের প্রধান ফটকের পাশে এ সভা অনুষ্ঠিত হয়।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল এর আয়োজেনে এসময় সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের কমলগঞ্জ-শ্রীমঙ্গলের দায়িত্বরত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম, লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কাউন্টার মাস্টার অজানা আহমেদ কামরান, কালের কন্ঠ পত্রিকার ( মাল্টিমিডিয়া) মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ, ট্যুরিস্ট পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ সহ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এই সভায় অংশগ্রহণ করেন।

বক্তব্যে অতিথিরা বলেন, পর্যটন স্থানগুলির নিরাপত্তা জোরদার করার জন্য এবং পর্যটকদের সুবিধার্থে এই ধরনের সভা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সভায় স্থানীয় জনগণ এবং ট্যুরিস্ট পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়, যা পর্যটন শিল্পকে আরও উন্নত করতে সহায়ক।

তারা আরও বলেন, ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভা হল পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এই ধরনের সভায় স্থানীয় জনগণ, পর্যটন ব্যবসায়ী এবং ট্যুরিস্ট পুলিশের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়, যার মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.