× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎কিশোরগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

‎কিশোরগঞ্জ প্রতিনিধি।

১০ জুলাই ২০২৫, ১৮:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

‎কেন্দ্রীয় বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপি’র সদস্য হতে পারবে। তবে কোন দাগী, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি সদস্য হতে পারবে না।

‎কিশোরগঞ্জে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. শরীফুল আলম এসব কথা বলেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

‎মো. শরীফুল আলম বলেন, বিএনপি’র এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস

‎জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ১৩টি উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।

‎এতে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, এডভোকেট শরীফুল ইসলাম ও রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট মিজানুর রহমান, করিমঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ প্রমুখসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

‎নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনকে ঘিরে বিএনপি নেতাদের প্রাণচাঞ্চল্য দেখা দেয়। পরে নতুন সদস্য ও পুরাতন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.