× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে ডাক

ডেস্ক রিপোর্ট।

১২ জুলাই ২০২৫, ১১:৩৯ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লাল চাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ৯টার দিকে সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়ান্স অব বাংলাদেশ (পিইউএসএবি)।

ভেরিফায়েড পেজটিতে দেওয়া পোস্টে বলা হয়, ‘আজ প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের সব মূল পয়েন্টগুলোতেই কর্মসূচি রয়েছে সকাল ও দুপুরে।’

বিক্ষোভের সময় ও স্থান উল্লেখ করে বলা হয়- রামপুরা ব্রিজ, বসুন্ধরা গেট, উত্তরা বিএনএস এবং আশুলিয়া (খাগান) এলাকায় দুপুর ১২টার দিকে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এছাড়া ব্র্যাক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে সাড়ে ১২টা, আইইউবি, এনএসইউতে সাড়ে ১১টা, ড্যাফোডিলে ১টা, মিরপুর ১০-এ বিকাল ৪টা, সাউথইস্ট ও উত্তরা বিশ্ববিদ্যালয়ে ১টা, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টা এবং চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে বেলা ৩টায় বিক্ষোভ করবে বেসকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.